৪.১৭ ইকোনমি রেটে রান দিলেন বুমরাহ, ভেঙে দিলেন নারিনের ১০ বছর আগের T20 World Cup-এর রেকর্ড
Updated: 30 Jun 2024, 08:05 AM ISTপুরো টুর্নামেন্টেই বুমরাহ সবচেয়ে মিতব্যয়ী (ন্যূনতম সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে) বোলিং করেছেন। এবারের বিশ্বকাপে ৮ ইনিংসে ১৫ উইকেট তুলে নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার হয়েছেন। তাঁর সামনে রয়েছেন- ফারুকি এবং আর্শদীপ । তাঁরা দু'জনেই ১৭টি করে উইকেট তুলে নিয়েছেন। তবে বুমরাহ এগিয়ে অন্যত্র।
পরবর্তী ফটো গ্যালারি