ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল অস্ট্রেল... more
ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। সেজন্য অর্থ তুলতে বিশেষ চ্যারিটি ম্যাচের আয়োজন হয়েছে মেলবোর্নে জাংশন ওভালে। ১০ ওভারের ম্যাচে মুখোমুখি হয়েছে রিকি পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্ট একাদশ। দুই দলের হয়ে মাঠে নামবেন ব্রায়ান লারা, ওয়াসিম আক্রম থেকে শুরু করে যুবরাজ সিং, ম্যাথু হেডেন, জাস্টিন ল্যাঙ্গাররা। দেখুন সেই ছবি -
1/9চ্যারিটি ম্যাচে নামার আগে জার্সিত সই করেন তারকা ক্রিকেটাররা। তা অনলাইনে নিলামে উঠবে। (ছবি সৌজন্য টুইটার @CricketAus)
2/9ম্যাচ খেলতে আসার জন্য তৈরি প্রাক্তন তারকারা। বাসে তারকা দ্যুতি। (ছবি সৌজন্য টুইটার @CricketAus)
9/9কাঁধে চোট রয়েছে সচিনের। তবে তিনি জানিয়েছিলেন, ইনিংস বিরতির সময় এলিস পেরির এক ওভার খেলবেন। তবে আপাতত সেই বিষয়ে কিছু নিশ্চয়তা নেই। ম্যাচ শুরুর পর সাক্ষাৎকারে সচিন বলেন, 'সাড়ে পাঁচ বছর পর আমি ক্রিকেট ব্যাট ধরব। এটা আকর্ষণীয় হবে। তবে কী পরিমাণ অর্থ উঠছে, তার উপর নির্ভর করছে আমি ব্যাট করব কিনা।' (ছবি সৌজন্য এএফপি)