সাড়ে পাঁচ বছর - ঠিক এতদিন ব্যাটে হাতে দেননি সচিন তেন্ডুলকর। পাশাপাশি কাঁধে চোট রয়েছে।তাও চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই মাঠে নামেন মাস্টার ব্লাস্টার। প্রথম শটেই বুঝিয়ে দেন, খেলা থেকে অবসর নিয়েছেন বটে। কিন্তু এখনও তাঁর হাতে শটের ভাণ্ডার একইরকম রয়েছে। রবিবার ছয় বল ব্যাট করেন সচিন। বহুদিন পর সচিনকে ব্যাট করতে দেখে উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নিজেদের উচ্ছ্বাস। দেখুন কিছু বাছাই করা মন্তব্য -
1/7সাড়ে পাঁচ বছর ক্রিকেট ব্যাট ধরলেন সচিন তেন্ডুলকর। আর প্রথম বলেই চার মারেন। (ছবি সৌজন্য এএফপি)
2/7এক টুইটার ইউজার বলেন, 'মাছ কখনও ভুলে যায় না কীভাবে সাঁতার কাটতে হয়।' (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
3/7এক টুইটার ইউজার বলেন, 'সময় পালটেছে। কিন্তু ভগবানের প্রতি ভালোবাসায় কোনও পরিবর্তন হয়নি। ১৩ সেকেন্ডের ভিডিয়োতে রয়েছে প্রায় ১৩ বছরের আবেগ।' (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
4/7এক নেটিজেন বলেন, 'সোজা মাথা, আত্মবিশ্বাস, ব্যাটের মাঝখান দিয়ে শট, পারফেক্ট টাইমিং। সাড়ে পাঁচ বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও সোনার মতোই ভালো সচিনের কভার ড্রাইভ। তাঁর কভার ড্রাইভে ভিনটেজ সচিনের দেখা মিলল।' (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
5/7এক টুইটার ইউজার বলেন, 'ক্রিকেট দেখা বা খেলার কারণ - সচিন রমেশ তেন্ডুলকর।' (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
6/7এক নেটিজেন বলেন, 'যখন আরও একবার সারা বিশ্ব থেমে যায়। যখন সচিন ব্যাট করতে আসছিলেন, তখন সমর্থকরা বিখ্যাত সচিন সচিন বলে তাঁকে স্বাগত জানাচ্ছিলেন।' (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
7/7সচিনের দুটি ছবি পোস্ট করে এক টুইটার ইউজার বলেন, 'তখন আর এখন।'