বাংলা নিউজ > ছবিঘর > 'মাছ কখনও সাঁতার কাটতে ভুলে যায় না', সচিনের চারে উদ্বেলিত সোশ্যাল মিডিয়া

'মাছ কখনও সাঁতার কাটতে ভুলে যায় না', সচিনের চারে উদ্বেলিত সোশ্যাল মিডিয়া

সাড়ে পাঁচ বছর - ঠিক এতদিন ব্যাটে হাতে দেননি সচিন তেন্ডুলকর। পাশাপাশি কাঁধে চোট রয়েছে।তাও চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করেই মাঠে নামেন মাস্টার ব্লাস্টার। প্রথম শটেই বুঝিয়ে দেন, খেলা থেকে অবসর নিয়েছেন বটে। কিন্তু এখনও তাঁর হাতে শটের ভাণ্ডার একইরকম রয়েছে। রবিবার ছয় বল ব্যাট করেন সচিন। বহুদিন পর সচিনকে ব্যাট করতে দেখে উচ্ছ্বসিত ক্রিকেট ভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নিজেদের উচ্ছ্বাস। দেখুন কিছু বাছাই করা মন্তব্য -