নয়া ভ্যালুয়েশন অনুযায়ী, বাইজু নিজের দাম ২২.৬ বিলিয়ন মার্কিন ডলার বলে স্থির করেছে। এদিকে Toppr লার্নিং প্ল্যাটফর্ম এবং কোডিং প্ল্যাটফর্ম WhiteHat Jr থেকে শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই করেছে সংস্থা। আয় বৃদ্ধি সত্ত্বেও ওই কর্মীদের চাকরি কেন অনিশ্চিত হল, তাই নিয়ে প্রশ্ন উঠছে সবার মনে।
1/5একদিকে Byju's-এর কর্মী ছাঁটাই নিয়ে বিতর্ক। আর তার মধ্যেই আয় বৃদ্ধির রিপোর্ট প্রকাশ করল এডটেক সংস্থা। রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে প্রায় দ্বিগুণ হয়েছে সংস্থার আয়। ফাইল ছবি: টুইটার (Byju's)
3/5নয়া ভ্যালুয়েশন অনুযায়ী, বাইজু নিজের দাম ২২.৬ বিলিয়ন মার্কিন ডলার বলে স্থির করেছে। অক্টোবর ২০২১-এর ভ্যালুয়েশনের তুলনায় যা প্রায় ৬ বিলিয়ন বেশি। ফাইল ছবি: বাইজুস (Byju's)
4/5এদিকে Toppr লার্নিং প্ল্যাটফর্ম এবং কোডিং প্ল্যাটফর্ম WhiteHat Jr থেকে শ'য়ে শ'য়ে কর্মী ছাঁটাই করেছে সংস্থা। আয় বৃদ্ধি সত্ত্বেও ওই কর্মীদের চাকরি কেন অনিশ্চিত হল, তাই নিয়ে প্রশ্ন উঠছে সবার মনে। বরখাস্ত হওয়া কর্মীদের বেশিরভাগই কোডিং-টিচার এবং সেল্স টিমের অন্তর্গত ছিলেন। ফাইল ছবি: বাইজুস (Byju's)
5/5বাইজুস জানিয়েছে, টিম ভালো কাজ করার জন্য সঠিকভাবে সাজানোর জনই কিছু পদক্ষেপ করা হয়েছে। ব্যবসার দীর্ঘকালীন উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত। ফাইল ছবি: বাইজুস (Byju's)