বাংলা নিউজ > ছবিঘর > Cable TV Cost: আগামী মাসে অনেকটাই বাড়তে পারে কেবল টিভির খরচ! জানুন বিশদে

Cable TV Cost: আগামী মাসে অনেকটাই বাড়তে পারে কেবল টিভির খরচ! জানুন বিশদে

ছবি : ইনস্টাগ্রাম  (Instagram)

জিটিপিএল-কেসিবিপিএল সহ বেশ কয়েকটি MSO ইতিমধ্যে টিভি স্ক্রিনে স্ক্রোলও চালাতে শুরু করেছে। সেখানে তারা বলছে, এই দাম 'বৃদ্ধির বিরুদ্ধে' এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে তারা নয়া হার বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।  

আগামী ১ মার্চ থেকে কেবল টিভি সংযোগের খরচ ২০%-৩০% বৃদ্ধি পাবে। বর্তমান শুল্কের হারে সংশোধন করেছে ট্রাই(TRAI)। তবে বেশ কিছু মাল্টি-সিস্টেম অপারেটর (MSO) এবং স্থানীয় কেবল অপারেটররা এর বিরোধিতা করেছেন। তাঁরা এটি আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জিটিপিএল-কেসিবিপিএল সহ বেশ কয়েকটি MSO ইতিমধ্যে টিভি স্ক্রিনে স্ক্রোলও চালাতে শুরু করেছে। সেখানে তারা বলছে, এই দাম 'বৃদ্ধির বিরুদ্ধে' এবং গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে তারা নয়া হার বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের আশঙ্কা দাম বাড়ানো না হলে তাদের পরিষেবা প্রদানের ক্ষমতাতেও প্রভাব পড়তে পারে। আরও পড়ুন: উস্কানিমূলক খবরের জের, ২০২০ সাল থেকে নিউজ চ্যানেলগুলির নামে ৭৯টি মামলা: কেন্দ্র

কলকাতার বৃহত্তম MSO SitiCable ইতিমধ্যেই নয়া চুক্তিতে স্বাক্ষর করেছে। কলকাতা এবং হাওড়ায় প্রায় ১০ লক্ষ গ্রাহক রয়েছে সিটি কেবিলের।

TOI-এর প্রতিবেদন অনুযায়ী, কলকাতার পাঁচটি কেবল অপারেটর সংস্থা এই মূল্যবৃদ্ধির বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন। তাছাড়া MSO-দের একাংশ কেরল হাইকোর্টে আবেদন করেছিলেন। তাতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দাম বৃদ্ধির উপর স্থগিতাদেশ জারি করা হয়েছিল।

কিন্তু কেবল অপারেটররা দাম বৃদ্ধিতে রাজি নন কেন?

নাম প্রকাশে অনিচ্ছুক, অপারেটর সংস্থার এক কর্তা জানালেন, 'এমনিতেই Jio, Airtel-এর মতো সংস্থার ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে এখন টিভি লাইনও জুড়ে দিচ্ছে। তাতে কম খরচে বাড়ির অল্পবয়সী, অফিসকর্মীদের ইন্টারনেট হয়ে যাচ্ছে। আবার বাড়ির বড়, মহিলাদের টিভির চাহিদাও মিটে যাচ্ছে। এখনই অনেক বাড়িতে কেবিল লাইন ছেড়ে এগুলি নিয়ে নিচ্ছে। এরপর আরও দাম বাড়ালে লোকে কেন নেবে?'

তাঁর ব্যাখা, এর আরও একটি কারণ হল ওটিটি প্ল্যাটফর্ম। মহামারীর সময়ে ওটিটি সাবস্ক্রিপশন বহুগুণ বেড়ে গিয়েছে। সময়ের সঙ্গে টিভির বদলে অনলাইন কনটেন্টেই বেশি বুঁদ হয়েছে নতুন প্রজন্ম। এই পরিস্থিতিতে নতুন সংযোগ কেউ নেবেই না।

উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন OTT শোয়ের চাহিদা বাড়লেও, এখনও দর্শক সংখ্যায় তাদের টেক্কা দিতে পারে স্টার জলসার মতো চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল-ধারাবাহিক নিয়ে ট্রোল হতেই পারে। কিন্তু এখনও তাদের দর্শক সংখ্যা বিপুল। নতুন ট্যারিফের অধীনে কিছু চ্যানেলের দাম প্রায় পাঁচ গুণ বাড়তে পারে। স্টার জলসা বর্তমানে অন্যতম জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেল। এখন তার দাম ১৯ টাকা করে। কিন্তু আগামিদিনে এই দাম বেড়ে যেতে পারে। ফলে OTT প্ল্যাটফর্মের মাধ্যমেই সিরিয়াল দেখার দিকে সুইচ করতে পারেন দর্শকদের একাংশ। আরও পড়ুন: পাকিস্তানের টিভিতে চলছিল ভারতীয় চ্যানেল, সরকারের রোষের মুখে কেবল সংস্থা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন