Calcutta High Court on Local Trains: লোকাল ট্রেন নিয়ে বড় রায় কলকাতা হাই কোর্টের, নিত্যযাত্রীরা জানুন বিশদে
Updated: 05 Jul 2024, 07:59 AM ISTরোজ লোকাল ট্রেনে করে অফিস যান বা অফিস থেকে বাড়ি ফেরেন? অনেক সময়ই দেরি হয়ে গেলে ছুটে গিয়ে যেই কামরায় পারেন উঠে পড়েন? আর যদি সেই কামলা মহিলাদের জন্যে সংরক্ষিত হয়? এই নিয়ে এবার কড়া নির্দেশ দিল হাই কোর্ট। লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের এই সম্পর্কে জেনে রাখা উচিত।
পরবর্তী ফটো গ্যালারি