বলিউডে রণবীরের প্রাক্তন দীপিকা আর বর্তমান আলিয়ার বন্ধুত্বের গল্প তো ফেরে সকলের মুখে, বদলাচ্ছে টলিপাড়াও।
1/8প্রেম সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব টিকে থাকে, অথবা পারস্পরিক সৌজন্যটুকু তো বজায় রাখাই যায়। সেই কথাটা প্রমাণ করে দিলেন ইমন-শোভন। রবিবার সাত পাকে বাঁধা পড়ল তাঁদের ঘনিষ্ঠ বন্ধু দুর্নিবার সাহা। আর দুর্নিবারের বিয়ের অনুষ্ঠানে শামিল হলেন ইমন-শোভন।
2/8কাকতালীয়ভাবে চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়ছেন ইমন। আর দুদিন আগেই (শনিবার) প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছেন স্বস্তিকা-শোভন। দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের অনুষ্ঠানে নিজেদের নতুন জীবনসঙ্গীকে নিয়েই পৌঁছেছিলেন প্রাক্তন জুটি। নীলাঞ্জনের সঙ্গে দেখা মিলল ইমনের, আর স্বস্তিকার হাত ধরে শোভন।
5/8এদিন নবদম্পতির সঙ্গে পোজ দিয়ে চুটিয়ে ছবি তুললেন স্বস্তিকা-শোভন। বন্ধুদের সঙ্গেও চলল ফটো সেশন পর্ব।
6/8গ্রুপ ছবিতেও একসঙ্গে কোনওভাবেই ধরা দেননি ইমন-শোভন। বলা যায়, সৌজন্যবোধের খামতি না থাকলেও দূরত্ব বজায় ছিল ষোলয়ানা। নীলাঞ্জনের সঙ্গে সম্পর্কে সিলমোহর দেওয়ার পর থেকেই শোভনকে নিয়ে বহুবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইমনকে।
7/8ইমনের বিয়ের ছবিতে নেটিজেনরা প্রশ্ন করেছিলেন, ‘শোভন কই?’, ছেড়ে দেওয়ার পাত্রী নন ইমনও। দিয়েছিলেন যোগ্য জবাব। লেখেন, ‘শোভন বাড়িতে আছে দাদা’।
8/8পুরোনো সম্পর্কের বোঝা ঝেড়ে ফেলে নতুন জীবনের পথে শোভন-ইমন। পিছনে ফিরে তাকাতে চান না দুজনেই।
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.