রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এক যুবক। প্রতিশোধ নিতে ব...
more
রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এক যুবক। প্রতিশোধ নিতে ব্যাঙ্কে আগুনই লাগিয়ে দিলেন তিনি।
1/5কানাড়া ব্যাঙ্কে ঋণের আবেদন করেছিলেন এক যুবক। কোনও কারণে সেই আবেদন খারিজ করে দেয় ব্যাঙ্ক। আর তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এক যুবক। প্রতিশোধ নিতে ব্যাঙ্কে আগুনই লাগিয়ে দিলেন তিনি। প্রতীকী ছবি : ফেসবুক (Facebook)
3/5পুলিশ সূত্রে খবর, গত শনিবার রাতে হেদুগোন্ডা গ্রামের ওই শাখার জানলা ভেঙে ঢোকেন ওয়াসিম। তারপর ভিতরে ছিটিয়ে দেন পেট্রল। ধরিয়ে দেন আগুন। প্রতীকী ছবি : ফেসবুক (Facebook)
4/5কিছুক্ষণের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন পুলিশ ও দমকলে। প্রতীকী ছবি –এএনআই। (Facebook)
5/5পুলিশ জানিয়েছে, আগুনে ব্যাঙ্কের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে কম্পিউটার, পাখা, আলো, পাসবুক প্রিন্টার, ক্যাশ গোনার মেশিন, নথিপত্র, সিসিটিভি ও ক্যাশ কাউন্টার। ছবিটি প্রতীকী : টুইটার (Facebook)