প্রবীণ নাগরিকদের সব ব্যাঙ্কই বহু সুযোগ সুবিধা দিয়ে থাকে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীদের থেকে বেশি হারে সুদ পেয়ে থাকেন প্রবীণ নাগরিকরা। এছাড়া বেশ কিছু বিশেষ স্কিমও থাকে প্রবীণ নাগরিকদের জন্য। এমনই একটি স্কিমের বিষয়ে আজ জেনে নিন বিস্তারিত। এই স্কিমে প্রবীণ নাগরিকরা ২ লাখ টাকার সুবিধা পাবেন। জেনে নিন কোন ব্যাঙ্ক গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে।
1/6সদ্য ষাট পেরিয়ে থাকলে এই স্কিম আপনার জন্য। কানাড়া ব্যাঙ্ক এই বিশেষ স্কিমে প্রবীণ নাগরিকদের ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে। জীবনধারা সঞ্চয় অ্যাকাউন্টে প্রবীণ নাগরিকরা এই সুবিধা পাবেন। এটি এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট।
2/6ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভারতে বসবাসকারী প্রবীণ নাগরিকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার বয়স ৬০ বছর বা তার বেশি হতে হবে। আপনি জিরো ব্যালেন্স দিয়েও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
3/6প্রবীণ নাগরিকদের বার্ষিক হিসাবে ২০ হাজার টাকা অথবা প্রতি মাসে প্রায় ১৭০০ টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে এই অ্যাকাউন্টে। জীবনধারা অ্যাকাউন্টে বার্ষিক ২.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয় প্রবীণ আমানতকারীদের।
4/6জীবনধারা অ্যাকাউন্টে ডেবিট কার্ড ইস্যুর জন্য ব্যাঙ্ক কোনও চার্জ নেয় না ব্যাঙ্ক। লেনদেনের ক্ষেত্রে প্রবীণদের জন্য কোনও ঊর্ধ্বসীমা রাখেনি কানাড়া ব্যাঙ্ক। মাসে যতবার ইচ্ছা ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন।
5/6এদিকে ইন্টারব্যাঙ্ক মোবাইল পেমেন্টস, নেট ব্যাঙ্কিং এবং RTGS অথবা NEFT-এর মাধ্যমে কোনও চার্জ ছাড়াই মাসে সর্বোচ্চ দু’বার লেনদেন করতে পারবেন এই অ্যাকাউন্টধারীরা। তাছাড়া প্রতিবছর অ্যাকাউন্টহোল্ডার ৬০ পাতার চেক বই পাবেন বিনামূল্যে।
6/6যদি কোনও প্রবীণ আমানতকারীর জীবনধারা অ্যাকাউন্টটি পেনশন অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে তাঁকে ঋণের সুবিধা প্রদান করবে ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, কানাড়া পেনশন প্রোডাক্টের অধীনে, আপনি মাসিক পেনশনের ১০ গুণ বা সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। পাশাপাশি ২ লাখ টাকার দুর্ঘটনা বিমার সুবিধাও পাবেন প্রবীণ আমানতকারীরা।