সাধারণত ফোনের স্পিকারে ধুলো জমার করার কারণে এই সমস্যা হয়। এই সমস্যা সামলাতে অনেকেই সাধের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যান। কিন্তু বাড়িতেই এটি সামলানো যায়।
1/7সময়ের সঙ্গে সঙ্গে আমাদের স্মার্টফোনে নানা ধরনের সমস্যা আসতে থাকে। প্রায়শই দেখা যায়, কিছু লোকের স্মার্টফোনের শব্দ কমে যেতে থাকে। উলটো দিকের কথা শুনতে সমস্যা হয়।
2/7এর ফলে ফোনে কথা বলাটাই সমস্যার হয়ে দাঁড়ায়। তখন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া ছাড়া কোনও গতি থাকে না। কিন্তু জানেন কি, আপনি সহজে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারেন।
3/7সাধারণত স্পিকারগুলিতে ধুলো প্রবেশ করার কারণে এটি ঘটে। সেই ধুলো বাড়িতেই পরিষ্কার করা সম্ভব। জেনে নিন, কীভাবে তা পরিষ্কার করবেন।
4/7১। ফোন ক্লিনিং কিট: এতে কিছু টাকা খরচ হতে পারে। কিন্তু আপনার ফোন নিরাপদে পরিষ্কার করা যাবে। আপনি অনলাইনে স্মার্টফোন পরিষ্কারের কিট কিনতে পারেন এবং স্পিকার পরিষ্কার করতে এটি ব্যবহার করতে পারেন।
5/7২। নরম ব্রাশ: যদি ক্লিনিং কিটের জন্য অর্থ ব্যয় করতে না চান, তবে আপনি বাড়ির যে কোনও ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই ব্রাশটি যেন নরম হয়, পাশাপাশি শুকনো ও পরিষ্কার হয়। এর মাধ্যমে ধীরে ধীরে স্পিকার পরিষ্কার করতে পারবেন।
6/7৩। এয়ার পাম্প: কম্প্রেসড এয়ার পাম্পের সাহায্যে ফোনের স্পিকার, চার্জিং পোর্ট পরিষ্কার করতে পারেন তবে মনে রাখবেন এই পাম্প যেন খুব বেশি শক্তিশালী না হয়। এছাড়া রাবারের পাম্প দিয়ে হাতে করেও পরিষ্কার করতে পারেন ফোনের স্পিকার।
7/7৪ কাপড়: হাতের কাছে কোনও কিছু না থাকলে ঘরে উপস্থিত যে কোনও পরিষ্কার কাপড় দিয়ে ফোনের স্পিকারও পরিষ্কার করতে পারেন। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পরিষ্কার করার সময়ে কাপড় যেন ভিজে না থাকে, তাতে যেন কোনও ময়লা না থাকে।