Captain Anshuman's Father on Smriti: 'ভালোবাসার নামে ছেলেকে ঠকিয়েছে স্মৃতি', আরও বিস্ফোরক দাবি শহিদ ক্যাপ্টেনের বাবার
Updated: 18 Jul 2024, 11:09 AM ISTএবার শহিদ ক্যাপ্টেন অংশুমানের বাবা অভিযোগ করলেন, তাঁর ছেলেকে ভালোবাসার নামে ঠকিয়েছে স্মৃতি। পাশাপাশি তাঁর দাবি, অংশুমানের মৃত্যুতে পাওয়া টাকা এবং তাঁর কীর্তচক্র পদক নিয়ে স্মৃতি অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরিকল্পনা করছে। একটি হিন্দি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি