Career Horoscope 6th June 2022: আপনার দিন কেমন কাটবে, তা নির্ভর করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের উপর। গ্রহ-নক্ষত্রের অবস্থানের ভিত্তিতেই নির্ভর করে, কোন কোন রাশির সময় ভালো কাটবে, কাদের সতর্ক থাকতে হবে। সেইমতো সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসে কোন রাশির সময় কেমন কাটবে, তা দেখে নিন -
1/12মেষ রাশি- আপনি যে ভালো করেন, তা করতে থাকুন। তাতে মানসিক শান্তি লাভ করবেন। কর্মক্ষেত্রে সাফল্যের পথ প্রশস্ত হবে। সিনিয়ররা আপনার কাজে প্রভাবিত হবেন।
2/12বৃষ রাশি- কর্মক্ষেত্রে আজকের দিনটা প্রতিকূল হতে পারে। একাধিক চ্যালেঞ্জ থাকতে পারে। কিছু উলটোপালটা বিষয় থাকবে। সেখান থেকে মনোযোগ সরিয়ে নিতে হবে। নিজের উদ্দীপনা বজায় রাখতে হবে।
3/12মিথুন রাশি- সময় মেনে চলতে হবে। সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনার সিনিয়র আজ ডাকতে পারেন। ডেডলাইন মেনে কাজ করতে হবে। কারও উপর আঙুল তুলবেন না।
4/12কর্কট রাশি- দিনের শুরুতে কিছুটা ঝিমিয়ে থাকবেন। একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আপনি যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে একদম দেরি করবেন না। কোনও সমস্যা তৈরি হলেও চিন্তা করবেন না। তা শীঘ্রই কেটে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/12সিংহ রাশি- আজ কিছুটা সমস্যার মধ্যে থাকবেন। প্রাথমিকভাবে যে সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন না। তবে দিনের শেষে তা থেকে মুক্তি পেতে পারেন। সেজন্য পরিশ্রম করতে হবে। প্রয়োজনে অন্যদের সাহায্য নিতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/12কন্যা রাশি- কোনও মিটিংয়ে যাঁরা উপস্থিত আছেন, তাঁদের মেজাজ দ্রুত বুঝতে পারবেন। সারাদিন উদ্দীপনা বজায় রেখে কাজ করতে হবে।
7/12তুলা রাশি- আজ অকারণে কাউকে পরামর্শ দেবেন না। তাতে অপরজনের মেজাজ খারাপ হয়ে যেতে পারে। নিজের কাজ করুন। সেটা আরও ভালোভাবে করতে হবে।
8/12বৃশ্চিক রাশি- এটা আপনার নেতৃত্ব প্রদানের ক্ষমতা দেখানোর সময়। বিভিন্ন বিষয়ে আলোচনা করুন। আপনার সক্রিয়তা এবং উদ্দীপনায় সিনিয়ররা প্রভাবিত হবেন।
9/12ধনু রাশি- আজ কর্মক্ষেত্রে মনোযোগের অভাব হতে পারে। বাইরের কোনও বিষয়ে নিয়ে চিন্তিত থাকতে পারেন। বাইরের দুনিয়ায় কী হচ্ছে, তাতে মনোযোগ না দিয়ে নিজের কাজের উপর জোর দিন।
10/12মকর রাশি- ডেডলাইন-সহ বজড প্রজেক্চ পেতে পারেন। যা আপনার দক্ষতার পরীক্ষা নেবে। তাতে সফল হলে কেরিয়ারে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হবে।
11/12কুম্ভ রাশি- যখন কাজের বিষয় কঠিন হয়ে যায়, তখন আপনাকে জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। কী ঘটনা ঘটবে, তাতে আপনার কোনও নিয়ন্ত্রণ নেই। তবে সেই ঘটনার কীভাবে মোকাবিলা করবেন, তা আপনার উপর নির্ভর করবে। আজ সমস্যা থাকলে সমাধান করে ফেলবেন। সেটা যাতে পুনরায় না হয়, সেই চেষ্টা করুন।
12/12মীন রাশি- কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ মিলবে। কাজে নিজের সেরাটা দিতে হবে। কোনও লক্ষ্য ঠিক করে নিন। তাতে লাভবান হবেন।