কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের কিউআর৫৭৯ বিমান সম্প্রতি করাচিতে অবতরণ করতে বাধ্য হয়েছিল। সেই ঘটনায় চাঞ্চল্যকর কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
1/6পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের একটি বিমান। সব যাত্রীকে সুরক্ষিতভাবে বিমান থেকে উদ্ধার করা হয়। (ছবি এপি)
2/6মাঝ আকাশে বিমানের মালপত্র রাখার জায়গায় ধোঁয়ার সংকেত দিয়েছিল। সেজন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর জেরে বিমানটি ঘুরিয়ে এনে করাচিতে অবতরণ করা হয়। (ছবি রয়টার্স)
3/6কাতার এয়ারওয়েজের তরফে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয় যাত্রীদের জন্য। জানানো হয় যে ঘটনার তদন্ত করা হবে। (ছবি টুইটার)
4/6বিমান করাচিতে অবতরণ করলে দেখা যায়, কারগো হোল্ডে আগুন লেগে গিয়েছে। তড়িঘড়ি কারগো হোল্ডটিকে বিমান থেকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। (ছবি টুইটার)
5/6কারগো হোল্ডে থাকা বহু জিনিস পুরো পুড়ে ছাই হয়ে যায়। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। (ছবি টুইটার)
6/6তবে ঠিক কী কারণে কারগো হোল্ডে আগুন লাগল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।