ধাক্কা কাটাতে একটু সময় লাগল! বিদায়লগ্নে সমর্থকদের বার্তা প্রফেসর কুয়াদ্রাতের…মনে করালেন,'আমি ISL জেতা কোচ'
Updated: 04 Oct 2024, 08:55 AM IST Moinak Mitra 04 Oct 2024 isl, indian football, carles cuadrat, east bengal, aiff, indian super league, emami east bengal, লালহলুদ, ইস্টবেঙ্গল, কোচ, প্রফেসর, কার্লেস কুয়াদ্রাত, আইএসএল, সমর্থক, ভারত, ফুটবল, মোহনবাগান, ইন্ডিয়ান সুপার লিগ, সুপার কাপ, স্প্যানিশ, স্পেনবিদায়লগ্নে দ্রুত কিছু বলে উঠতে পারেননি কার্লেস কুয়াদ্রাত। আসলে যে দলকে হাতের তালুর মতো চেনেন। গতবার সুপার কাপ জিতিয়েছেন এত বছর পর।সেখান থেকেই এমন ধাক্কা খেতে হবে বুঝতে পারেননি। সেই কারণেই ধাক্কাটা সামলে উঠতে কয়েকদিন সময় লেগে গেল তাঁর। অবশেষে বৃহস্পতিবার রাতে লালহলুদ সমর্থকদের বার্তা দিলেন কুয়াদ্রাত।
পরবর্তী ফটো গ্যালারি