বাংলা নিউজ > ছবিঘর > Case against DA Protest Show Cause Notice: ডিএ আন্দোলনে নয়া মোড়, সরকারকে চাপে ফেলতে ফের আদালতে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ

Case against DA Protest Show Cause Notice: ডিএ আন্দোলনে নয়া মোড়, সরকারকে চাপে ফেলতে ফের আদালতে যাবে সংগ্রামী যৌথ মঞ্চ

রাজ্যের ২১ টি জেলার প্রায় ১৫ হাজার সরকারি কর্মীর ক... more

রাজ্যের ২১ টি জেলার প্রায় ১৫ হাজার সরকারি কর্মীর কাছে এখনও পর্যন্ত শোকজ নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন ১০ মার্চ ডিএ ধর্মঘটের দিন তাঁরা কাজে আসেননি। উল্লেখ্য, সিংহভাগ স্কুলের শিক্ষক বা অশিক্ষক কর্মচারীকেই নাকি এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এদিকে বিভিন্ন বিভাগের কয়েক লাখ সরকারি কর্মী সেদিন ধর্মঘটে শামিল ছিলেন। এই আবহে উঠছে বৈষ্যের অভিযোগ।

অন্য গ্যালারিগুলি