বাংলা নিউজ > ছবিঘর > Case in High Court on 2000 note Exchange: ২০০০ টাকার একটা নোট বদল করতেও লাগবে আইডি? জনস্বার্থ মামলা আদালতে

Case in High Court on 2000 note Exchange: ২০০০ টাকার একটা নোট বদল করতেও লাগবে আইডি? জনস্বার্থ মামলা আদালতে

২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া সরল করতে এবং জনসাধারণকে যাতে বেশি সমস্যায় না পড়তে হয়, তার জন্য বড় নির্দেশ দিয়েছে আরবিআই। সর্বশেষ আপডেট পর্যন্ত ১০টি বা তার কম সংখ্যক ২০০০ টাকার নোট বদল করতে হলে কোনও আইডি লাগবে না। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের হল মামলা।

অন্য গ্যালারিগুলি