২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া সরল করতে এবং জনসাধারণকে যাতে বেশি সমস্যায় না পড়তে হয়, তার জন্য বড় নির্দেশ দিয়েছে আরবিআই। সর্বশেষ আপডেট পর্যন্ত ১০টি বা তার কম সংখ্যক ২০০০ টাকার নোট বদল করতে হলে কোনও আইডি লাগবে না। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে দায়ের হল মামলা।
1/5২০০০ টাকার একটা নোট বদল করতেও যাতে পরিচয়ের প্রমাণপত্র চাওয়া হয়, এই আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। এর আগে এসবিআই জানিয়ে দেয়, ১০টি ২০০০ টাকার নোট বদলের জন্য গ্রাহককে কোনও প্রমাণপত্র বা নথি জমা দিতে হবে না। আরবিআই-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, কোনও নথি চাওয়ার কথা বলা হয়নি। তাই সেক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্কগুলিও ২০০০ টাকার নোট বদলে দেওয়ার জন্য কোনও নথি চাইবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। (PTI)
2/5আরবিআই এবং এসবিআই-এর নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপি নেতা জনস্বার্থ মামলা করেছেন দিল্লি হাই কোর্টে। উল্লেখ্য, আজ থেকেই ব্যাঙ্কে ব্যাঙ্কে ২০০০ টাকা বদলে দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। এর আগে গতকাল এই জনস্বার্থ মামলার আবেদন করা হয়। আবেদনে দাবি করা হয়, নির্দেশিকায় সংবিধানের ১৪ নং ধারা লঙ্ঘন করা হচ্ছে। তাঁর দাবি, ২০০০ টাকার নোট যে জমা দিচ্ছে, তাঁর পরিচয় জানা থাকলে কালো টাকা মোকাবিলায় সরকার সফল হবে। (PTI)
3/5এদিকে আজ থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের মোট ৯০০০ শখা এবং আরবিআই-এর আঞ্চলিক শাখায় ২০০০ টাকার নোট বদলানো যাবে। সর্বাধিক ১০টি করে ২০০০ টাকার নোট বদলানো যাবে ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নোট বদলের জন্য কোনও পরিচয়পত্র লাগবে না। অন্যান্য যেকোনও ব্যাঙ্কের শাখাতেও নোট বদলের জন্য কোনও নথির প্রয়োজন নেই বলে জানা গিয়েছে আরবিআই-এর সর্বশেষ আপডেট অনুযায়ী। (PTI)
4/5আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে, প্রয়োজনে ২০০০ টাকার নোট বদলের জন্য পৃথক কাউন্টার খোলা যেতে পারে। তবে তা প্রয়োজনের ভিত্তিতেই খোলা হবে। যদি কোনও শাখা মনে করে যে তাদের এখানে ২০০০ টাকার নোট বদলের জন্য সেভাবে ভিড় হচ্ছে না, তাহলে সাধারণ কাউন্টারেই সেই লেনদেন হতে পারে। এদিকে কোনও ব্যাঙ্কের শাখায় আপনার অ্যাকাউন্ট না থাকলেও সেখান থেকে ২০০০ টাকার নোট বদল করত পারবেন আপনি। (PTI)
5/5এদিকে যদি ২০০০ টাকার নোট বদল না করে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে চান, তাহলে তার ওপর কোনও বাধ্যবাধকতা নেই। যত ইচ্ছে তত পরিমাণ টাকা জমা করতে পারবেন আপনি। তবে সেক্ষেত্রে স্বভাবতই টাকার পরিমাণ ৫০ হাজার বা তার অধিক হলে প্যান কার্ডের যাবতীয় তথ্য ব্যাঙ্কে জমা দিতে হবে। তারপর অনায়াসে ২০০০ টাকার নোট জমা দিতে পারবেন আপনি। এতে নোট বদলের ঝামেলাও পোহাতে হবে না। শুধুমাত্র সাধারণ লাইনে দাঁড়িয়ে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করে দেবেন। (PTI)