RG Kar Rape Case Trial in Court: 'আমাদের কোনও জাদুকাঠি নেই…..', RG কর মামলায় সাফ কথা CBI-র, সন্দীপরা গেলেন জেলে
Updated: 25 Sep 2024, 09:09 PM IST Ayan Das 25 Sep 2024 Sandip Ghosh, CBI, Abhijit Mondal, RG Kar Hospital Lady Doctor Death, RG Kar Medical College and Hospital, Doctor, RG Kar Hospital Lady Doctor Rape Case, অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, সিবিআই, টালা থানা, কলকাতা পুলিশ, আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, ধর্ষণ, Tala Police Stationআরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেলে পাঠানো হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে যে তাদের হাতে কোনও জাদুকাঠি নেই।
পরবর্তী ফটো গ্যালারি