CBSE 10th Result 2022: সিবিএসইর দশম শ্রেণির ফলাফল নির্ধারিত সময়সূচী অনুসারেই জুলাইয়ের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে এমনই সম্ভাবনার কথা জানালেন। তিনি বলেন, বোর্ডের ফলাফলে কোনও বিলম্ব হবে না।
1/5জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। রেজাল্ট ঘোষণার পর পরীক্ষার্থীরা cbseresults.nic.in এবং results.gov.in থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন। কবে ফল প্রকাশিত হবে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে কিছু জানানো হয়নি।
2/5এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে ইতিমধ্যেই। চিঠিতে লেখা, সিবিএসই দ্বাদশ শ্রেনির ফলাফল ঘোষণার পরই যেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি তাদের স্নাতক ভর্তির শেষ তারিখ ঠিক করে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5কীভাবে সিবিএসইয়ের দশম শ্রেণির রেজাল্ট দেখতে পারবেন? অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in-তে যান। হোমপেজে 'CBSE class 10th Result' লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। রেজাল্টের পেজ খুলে যাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্ত অরোরা/হিন্দুস্তান টাইমস)
4/5SMS-এর মাধ্যমেও সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। ফোনের মেসেজ বক্সে গিয়ে cbse10 <space> roll number দিতে হবে। 7738299899 নম্বরে মেসেজ পাঠাতে হবে। এরপর মোবাইল নম্বরেই চলে আসবে রেজাল্ট। তাছাড়া Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)