একাধিক মোবাইল অ্যাপ যেমন DigiLocker, UMANG অ্যাপ থ... more
একাধিক মোবাইল অ্যাপ যেমন DigiLocker, UMANG অ্যাপ থেকে এই ফলাফল জানা যাবে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় সিবিএসইর। ২৬ এপ্রিল থেকে ৪ ঠা মে পর্যন্ত দশম শ্রেণির পরীক্ষা হয়। আর ২৬ এপিরল থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষা চলে দ্বাদশ শ্রেণির।
1/7সদ্য প্রকাশিত হয়েছে ICSE দশম শ্রেণির ফলাফল। এবার CBSEএর দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল কবে প্রকাশিত হবে তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, সিবিএসইর দশম শ্রেণির টার্ম টুয়ের ফলাফল ২৩ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হতে পারে। ছবি : পিটিআই
2/7সিবিএসইর দ্বাদশ শ্রেণির টার্ম ২ এর পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে ২৮ জুলাইয়ের মধ্যে। উল্লেখ্য, দুটি শ্রেণির ফলাফলই জানা যাবে সিবিএসইর অফিশিয়াল ওয়েবসাইটে। cbse.gov.in এই সাইট থেকে জানা যাবে ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/7এছাড়াও cbseresults.nic.in সাইটটি থেকেও জানা যাবে ফলাফল। উল্লেখ্য, ওয়াবসাইট ছাড়াও ফোনে এলএমএস মারফৎও জানা যাবে দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষার টার্ম ২ এর ফলাফল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7একাধিক মোবাইল অ্যাপ যেমন DigiLocker, UMANG অ্যাপ থেকে এই ফলাফল জানা যাবে। চলতি বছরের এপ্রিল ও মে মাসে যথাক্রমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় সিবিএসইর। ২৬ এপ্রিল থেকে ৪ ঠা মে পর্যন্ত দশম শ্রেণির পরীক্ষা হয়। আর ২৬ এপিরল থেকে ১৫ জুন পর্যন্ত পরীক্ষা চলে দ্বাদশ শ্রেণির। (ছবিটি প্রতীকী)
5/7ওয়েবসাইটে কীভাবে দেখবেন ফলাফল- cbse.gov.in এ গিয়ে, সিবিএসইর ২০২২ সালের দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সার্চ অপশন দিতে হবে প্রয়োজন মতো। সেখানে যাবতীয় তথ্য, রোল নম্বর, জন্ম তারিখ দিতে হবে। স্ক্রিনে ফলাফল আসলে তা ডাউনলোড করে নিতে হবে। (ছবিটি প্রতীকী)
6/7মোবাইলে এসএমএস মারফৎ ফলাফল কীভাবে জানা যাবে- এছাড়াও DigiLocker অ্যাপে গিয়ে সিবিএসই অপশন দিতে হবে। সেখানে দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল জানা যাবে। সেখানেও জানাতে হবে রোল নম্বর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
7/7UMANG app থেকে মার্কশিট ডাউনলোড করতে হলে যেতে হবে অ্যাপের ‘অল সার্ভিস’ সেকশনে। এরপর দশম নাকি দ্বাদশ শ্রেণির ফলাফল জানতে চান, তা জানাতে হবে। তারপর স্ক্রিনে আসব ফলাফল। আর তা ডাউনলোড করে নিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)