দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন অবসরপ্রা... more
দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জোনারেল অনিল চৌহান। সীমান্ত সমস্যা নিরসনে বিশেষ অভিজ্ঞতা রয়েছে জেনারেল অনিল চৌহানের। তাছাড়া মুখোশ সংগ্রহের শখ রয়েছে তাঁর। তিনি বেশ ভালো গলফও খেলেন বলে জানা যায়। এছাড়া একালে ভালো বাস্কেটবল খেলতেন তিনি। তাছাড়া দুটি বইও লিখেছেন তিনি।
1/5২০১০ সালে জেনারেল চৌহানের একটি বই প্রকাশিত হয়েছিল – ‘আফটারম্যাথ অফ এ নিউক্লিয়ার অ্যাটাক’। সম্প্রতি আরও একটি বই লেখা শেষ করেছেন তিনি – ‘মিলিটারি জিওগ্রাফি অফ ইন্ডিয়া’স নর্দার্ন বর্ডারস’। তাছাড়া পরম বিশেষ সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, সেনা পদক, বিশেষ সেবা পদক সহ সেনাবাহিনীর একাধিক পদকে ভূষিত তিনি। (ANI)
2/5১৯৮১ সালে সেনাবাহিনীতে যোগ দেন জেনারেল চৌহান। তিনি ১১তম গোর্খা রাইফেলের সদস্য ছিলেন। প্রয়াত জেনারেল বিপিন রাওয়াতও এই রেজিমেন্টের ছিলেন। দেরাদুনের ইন্ডিয়ান মিললিটারি অ্যাকাডেমি, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী তিনি। (ANI)
3/5পুলওয়ামা পরবর্তী বালাকোট এয়ারস্ট্রাইকের সময় মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল পদে ছিলেন অনিল চৌহান। এছাড়া জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্ব ভারতে একাধিক জঙ্গি দমন অভিযানে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইস্টার্ন কমান্ডের প্রধানের পদ সামলেছেন জেনারেল চৌহান। (ANI)
4/5New Delhi, Sept 28 (ANI): (File Photo) Government appoints Lt General Anil Chauhan (Retired) as the next Chief of Defence Staff (CDS). (ANI Photo) (ANI)
5/5চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল চৌহান যদি ৬৫ বছর বয়স পর্যন্ত কর্তব্য সামলান, তাহলে তিনি তিন বাহিনীর মোট ৬ প্রধানের সঙ্গে কাজ করবেন। এই সময়কালে সামরিক বাহিনীর থিয়েটারাইজেশনের কাজ এগিয়ে নিয়ে যাবেন তিনি। জেনারেল রাওয়াতের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার দায়িত্ব থাকবে তাঁর রেজিমেন্টের আরও এক ফোর স্টার জেনারেলের উপর। (ANI)