Cement and Steel Prices: সিমেন্ট এবং ইস্পাতের কাঁচামালের উপর শুল্কে কাটছাঁট করল কেন্দ্রীয় সরকার। তার ফলে ভারতীয় বাজারে স্টিল এবং সিমেন্টের দাম কমতে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
1/5সিমেন্ট এবং ইস্পাতের কাঁচামালের উপর শুল্কে কাটছাঁট করল কেন্দ্রীয় সরকার। তার ফলে ভারতীয় বাজারে স্টিল এবং সিমেন্টের দাম কমতে চলেছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, লোহা এবং ইস্পাতের দাম কমানোর জন্য কাঁচামাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের উপর আমদানি শুল্ক কমানো হয়েছে। কাঁচামালের আমদানি কমানো হবে। কয়েকটি ক্ষেত্রে বাড়ানো হবে রফতানি শুল্ক। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
3/5পরে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোক কয়লা এবং অ্যানথ্রাসাইট কয়লার আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনা হয়েছে। আগে অ্যানথ্রাসাইট কয়লার আমদানি শুল্ক ২.৫ শতাংশ ছিল। সেমি-কোক কয়লার আমদানি শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়। ফেরোনিকেলের (লোহা এবং নিকেলের সংকর ধাতু) আমদানি শুল্ক ২.৫ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5দেশীয় বাজারে লৌহ আকরিকের জোগান বাড়াতে একটি সামগ্রীতে রফতানি শুল্ক বাড়ানো হয়েছে। ১০ টি সামগ্রীতে নতুন করে শুল্ক চাপিয়েছে কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/5সেইসঙ্গে সিমেন্টের দাম কমানোর জন্যও পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন সীতারামন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)