Mid Day Meal: রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়েই এগিয়ে যেতে চাইছে কেন্দ্র। এর জন্য ৩টি ভাগে তহবিল কাঠামো ভাগ করা হয়েছে।
1/6মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পিএম পোষণ প্রকল্পের অধীনে এই ৭ অক্টোবর এই বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার শিক্ষা মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। ১ অক্টোবর থেকেই এটি কার্যকর করার কথা বলা হয়েছে। বর্তমান বরাদ্দের তুলনায় ৯.৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
2/6প্রাথমিকে এতদিন মিড ডে মিলের বরাদ্দ ছিল মাথাপিছু ৪ টাকা ৯৭ পয়সা। সেটা এখন বেড়ে ৫ টাকা ৪৫ পয়সা দাঁড়াবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
3/6অন্যদিকে উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের বরাদ্দ ৭ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে ৮ টাকা ১৭ পয়সা করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
4/6রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়েই এগিয়ে যেতে চাইছে কেন্দ্র। এর জন্য ৩টি ভাগে তহবিল কাঠামো ভাগ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (HT Photo)
5/6উত্তর পূর্বাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীরে মিড ডে মিলের ক্ষেত্রে ৯০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র, ১০ শতাংশ দেবে রাজ্য সরকার। দিল্লি ও পুদুচেরির মতো বিধা কেন্দ্রশাসিত অঞ্চলে, যেখানে বিধানসভা আছে, সেখানে কেন্দ্র ৬০ শতাংশ অর্থ দেবে। বাকিটা রাজ্যের দায়িত্ব। তবে বিধানসভা নেই এমন কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পূর্ণ তহবিলের জোগান দেবে কেন্দ্রই। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (HT Photo)
6/6তবে এই বিষয়ে খুশি নন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল। আনন্দবাজার পত্রিকাকে তিনি বলেন, 'এতে আমরা খুশি নই। কারণ এখন একটি ডিমের দামই ছয় টাকা। আর যে টাকা বরাদ্দ হয়েছে তাতে ডিম তো দূর, পুষ্টিকর খাবারও খাওয়ানো যাবে না।' তাঁর দাবি, প্রাথমিকের ক্ষেত্রে বরাদ্দ অন্তত মাথাপিছু ১০ টাকা এবং উচ্চ প্রাথমিকে ১২ টাকা করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস) (HT Photo)