বাংলা নিউজ > ছবিঘর > প্রত্যন্ত গ্রামেও বসবে টাওয়ার, Jio ও Airtel-কে ৩,৬৮৩ কোটি টাকার বরাত কেন্দ্রের

প্রত্যন্ত গ্রামেও বসবে টাওয়ার, Jio ও Airtel-কে ৩,৬৮৩ কোটি টাকার বরাত কেন্দ্রের

মেট্রো শহরে 5G রোলআউটের প্রস্তুতি। অথচ গ্রামাঞ্চলের কিছু স্থানে এখনও ঠিক মতো ফোনের টাওয়ারই মেলে না। দ্রুতগতির 4G সংযোগ তো ছেড়েই দিন। এখনও দেশের বেশ কিছু এলাকায় 4G কভার করা যায়নি। সেই দিকেই এবার নজর কেন্দ্রীয় সরকারের।