General Provident Fund (GPF): আপাতত আগামী ৩ মাস, ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই সুদের হার প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পান।
1/5জেনারেল প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র। আগের মতোই ৭.১% হারে সুদ পাবেন কর্মীরা। ৩ জানুয়ারি CNBC TV-18-এর এক প্রতিবেদনে এর উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি: শাটারস্টক (Shutterstock)
2/5আপাতত আগামী ৩ মাস, ৩১ মার্চ ২০২২ পর্যন্ত এই সুদের হার প্রযোজ্য হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পান। ফাইল ছবি: শাটারস্টক (Shutterstock)
4/5গত ৩০ ডিসেম্বর বেশ কিছু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ২০ থেকে ১১০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), মাসিক আয় স্কিম (MIS), NSC এবং কিষাণ বিকাশ পত্রের মতো বিনিয়োগ ক্ষেত্রগুলির সুদের হার বাড়িয়েছিল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Shutterstock)
5/5তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড(PPF) এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার(SSY) মতো স্কিমে সুদের হার অপরিবর্তিত রাখা হয়। PPF-এ আগের মতো ৭.১% হারে সুদ প্রযোজ্য হবে। অন্যদিকে SSY-তে ৭.৬% হারে সুদ পাবেন। ফাইল ছবি: শাটারস্টক (Shutterstock)