বিগত বেশ কয়েক সপ্তাহে রকেট গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে বিমানের ভাড়া। বিশেষ করে কিছু কিছু রুটে ভাড়া আকাশছোঁয়া হয়েছে গো ফার্স্টের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায়। এই আবহে কেন্দ্র বিমান ভাড়া নিয়ন্ত্রণে নারাজ। তবে সংস্থাগুলিকে ভাড়া নিয়ন্ত্রণ করার বার্তা দিল সরকার।
1/5কোভিডকালে বিমানের সর্বোচ্চ ভাড়ার ওপর নিয়ন্ত্রণ রাখছিল কেন্দ্র। তবে এখন সেই নিয়ন্ত্রণ আর নেই। তবে এরই মাঝে গো ফার্স্টের সংকটের মাঝে বিভিন্ন রুটে বিমানের ভাড়া আকাশছোঁয়া হয়েছে। বিমানের টিকিটের চাহিদা যত বেড়েছে, তত সুযোগ বুঝে ভাড়া চড়িয়েছে সংস্থাগুলি। এই আবহে কেন্দ্র ভাড়া নিয়ন্ত্রণ করবে না বলে জানিয়ে দিয়েছে। তবে সংস্থাগুলিকে কেন্দ্রের বার্তা, তারা যেন নিজেরাই সামঞ্জস্য রেখে বিমানের ভাড়া নিয়ন্ত্রণ করে। (HT_PRINT)
2/5বিমান সংস্থাগুলিকে সরকারের বার্তা, সর্বনিম্ন দামের বিমানের টিকিটের সঙ্গে সর্বোচ্চ দামের ফারাক যাতে বিশাল না হয়, সেদিকে নজর রাখা হোক। উল্লেখ্য, বিমান সংস্থাগুলি চাহিদার ওপর ভিত্তি করে বিমানের টিকিটের দাম হেরফের করে থাকে। যেমন, একদিন পরের কোনও উড়ানের ভাড়া আকাশছোঁয়া হতে পারে। তবে সেই একই বিমানে যদি কেউ তিনমাস আগে টিকিট কেটে থাকে, তাহলে সর্বোচ্চ ভাড়ার ১০ ভাগের ১ ভাগ খরচেই সে যাত্রা করতে পারে। (HT_PRINT)
3/5প্রসঙ্গত, অসামরিক বিমান পরিবহণের ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় বাজার হল ভারত। কোভিডকালে ভারতের বিমান পরিষেবা গোটা বিশ্বের মতোই ধাক্কা খেয়েছিল। তবে বিগত বছরে সেই সংক্রান্ত নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই ঘরোয়া উড়ানে যাত্রীদের টিকিটের চাহিদা বেড়েছে। এবং সেই সুযেগে কোভিডকালের লোকসান পুষিয়ে নিতে চাইছে সংস্থাগুলি। তবে এতে নাজেহাল হতে হচ্ছে আম জনতাকে। (HT_PRINT)
4/5এদিকে গত ৩ মে গো ফার্স্ট বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ার পর থেকেই এই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যাত্রীদের চাহিদার অনুপাতে অন্যান্য বিমান সংস্থা নিজেদের টিকিটের দাম বাড়িয়েছে। বিশেষ করে দিল্লি-শ্রীনগর, দিল্লি-পুনে রুটে অন্যান্য সংস্থার বিমান ভাড়া সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। (HT_PRINT)
5/5তবে বিমান সংস্থাগুলিকে সামঞ্জস্য রেখে বিমান ভাড়া ঠিক করতে বলা হলেও কেন্দ্রের তরফে জানিয়ে দিয়েছে, তারা নিজেরা ভাড়া নিয়ন্ত্রণের পথে হাঁটবে না। গো ফার্স্টের বিমান যদি ফের আকাশে উড়তে শুরু করে, তাহলে এই সমস্যার সমাধান মিলতে পারে বলে মনে করা হচ্ছে। দেখা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে দেশের বহু রুটের গড় ভাড়া দু'গুণেরও বেশি হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে। (HT_PRINT)