বাংলা নিউজ > ছবিঘর > Windfall Tax On Petroleum: ফের উইন্ডফল ট্যাক্সে সংশোধন সরকারের, পেট্রল-ডিজেলের দামের উপর পড়বে কী প্রভাব?

Windfall Tax On Petroleum: ফের উইন্ডফল ট্যাক্সে সংশোধন সরকারের, পেট্রল-ডিজেলের দামের উপর পড়বে কী প্রভাব?

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবারও জ্বালানির উপর ধার্য উইন্ডফল ট্যাক্সে পরিবর্তন করেছে। মঙ্গলবার সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, অশোধিত জ্বালানি, ডিজেল এবং জেট ফুয়েলের (এটিএফ) উপর উইন্ডফল ট্যাক্সের নতুন হার জারি করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তিতে স্বস্তি ও ধাক্কা দুটোই পেয়েছে রিফাইনারি কোম্পানিগুলো। এই সিদ্ধান্ত রিলায়েন্স এবং ওএনজিসির মতো সংস্থাগুলিকে প্রভাবিত করবে।