কেন্দ্রীয় মন্ত্রী গড়করির কাছে খুনের হুমকি যেতেই নাগরুরে নীতীন গড়করির বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। নাগপুরের ডিসিপি রাহুল নাদানে বিষয়ট নিয়ে জানিয়েছেন,' প্রথম ফোনটি আসে ১১.২৫ মিনিট নাগাদ, পরেরটি আসে, ১১.৩২ মিনিট, তারপরের ফোন আসে ১২.৩২ মিনিট নাগাদ '।
1/5প্রথম ফোনটি আসে বেলা ১১.২৫ মিনিটে, তারপর ১১.৩২ মিনিটে, তারপর ১২.৩২ মিনিটে। এই সময়ক্রম ধরেই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে আসে হুমকি ফোন। নাগপুর পুলিশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, মন্ত্রীর নাগপুরের অফিসের বিএসএনএল ল্যান্ডলাইনে ফোনগুলি এসেছিল। (PTI Photo) (Ishant )
2/5ফোনে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করিকে খুন করার হুমকি দেওয়া হয়েছে, বলে সূত্রের দাবি। যে সন্দেহভাজনের নাম এই ঘটনায় উঠে আসছে, তাঁর সমস্ত তথ্য জোগাড় করে তদন্ত করছে পুলিশ। বহু রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আবার আরও কিছু রিপোর্টে বলা হচ্ছে, তাঁর অফিস বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। (ANI Photo) (Ishant )
4/5পুলিশ বলছে, ‘কল-গুলির বিস্তারিত পাওয়া গিয়েছে, আমাদের ক্রাইম ব্রাঞ্চ সিডিআর নিয়ে কাজ করবে। কিছু বিশ্লেষণ চলছে। আপাতত নিরাপত্তা বাড়ানো হয়েছে। মন্ত্রী নীতীন গড়কড়ির অনুষ্ঠানস্থলে নিরাপত্তাও বাড়ানো হয়েছে... আরও তদন্ত চলছে ।’ (PTI Photo) (Ishant )
5/5 পুলিশ সূত্রে জানা গিয়েছে, . ওই সন্দেহভাজনকে ঘিরে তদন্ত শুরু হয়ে গিয়েছে। খুব শিগগিরই তার পরিচয় জানা যেতে পারে তদন্ত শেষে। তবে হুমকি বার্তায় ঠিক কী বলা হয়েছে, তা নিয়ে রয়েছে জল্পনা। পুলিশ এবিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। (PTI Photo/Ravi Choudhary) (Ishant )