বাংলা নিউজ >
ছবিঘর >
Monkey pox in India: ভারতে মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলতেই বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের অ্যাডভাইসারি
Monkey pox in India: ভারতে মাঙ্কিপক্সে দ্বিতীয় আক্রান্তের খোঁজ মিলতেই বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের অ্যাডভাইসারি
Updated: 18 Jul 2022, 09:45 PM IST
লেখক Sritama Mitra
দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরের স্বাস্থ্য সংক্রান...
more
দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরের স্বাস্থ্য সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মাঙ্কিপক্স ইস্যুতে এই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মাঙ্কিপক্স যাতে দেশে আর ছড়িয়ে যেতে না পারে, তার জন্য সমস্ত বন্দর ও বিমানবন্দরের অভিভাসন বিভাগের সঙ্গে স্বাস্থ্য সংযোগ থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
1/5দেশে ইতিমধ্যেই সন্ধান মিলেছে দ্বিতীয় মাঙ্কিপক্স কেসের। আর কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। কেন্দ্রের তরফে সোমবার এক অ্যাডভাইসারিতে জানানো হয়েছে, ভিন দেশ থেকে ভারতে আগত সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে। এই বিষয়ে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক আগেই পর্যালোচনা করেছে। তারপরই নিয়েছে এই সিদ্ধান্ত।(ANI PHOTO.) (PTI)
2/5দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরের স্বাস্থ্য সংক্রান্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মাঙ্কিপক্স ইস্যুতে এই বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মাঙ্কিপক্স যাতে দেশে আর ছড়িয়ে যেতে না পারে, তার জন্য সমস্ত বন্দর ও বিমানবন্দরের অভিভাসন বিভাগের সঙ্গে স্বাস্থ্য সংযোগ থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। যাতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনমতো হাসাপাতালে ভর্তি, আইসোলেশন সহ প্রক্রিয়া চালাতে পারে। (Agencies) (PTI)
3/5বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মাঙ্কিপক্স হল এমন একটি রোগ যা ভাইরাসবাহিত। পশুর শরীর থেকে মানবদেহে চলে আসছে এই রোগ। এই রোগের উপসর্গ স্মলপক্সের মতো। তবে স্মল পক্সের থেকে এই ভাইরাসবাহিত রোগ অনেকটাই কম যন্ত্রণাদায়ক। (HT FILE PHOTO.) (PTI)
4/5যদি মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংসর্গে কেউ থাকেন, তাহলে তাঁরও এই রোগ শরীরে দানা বাঁধতে পারে। ফলে আইসোলেশনে থাকাটা রোগীর পক্ষে বাঞ্ছনীয়। সেই নিরিখেই কেন্দ্রের তরফে এই নয়া অ্যাডভাইসারি লাগু করা হয়েছে।(PTI Photo) (PTI)
5/5ভারতে প্রথম মাঙ্কিপক্সের নিশ্চিত কেস ধরা পড়ে কেরলে। ১৪ জুলাই এই রোগী সম্পর্কে জানা যায়। কেরলের কোল্লামে এই ঘটনা প্রথমবার ধরা পড়ে। এই রোগীর সংসর্গে আসা সমস্ত ব্যক্তিদের খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দ্বিতীয় মাঙ্কিপক্স কেসও ধরা পড়েছে কেরলে।(PTI Photo) (PTI)