Gautam Adani Z Catagory Security: কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে সম্প্রতি একটি খবর আসে। তাতে আদানির বিরুদ্ধে হুমকির কথা জানতে পারা যায়। তার ভিত্তিতেই গৌতম আদানিকে কড়া নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
1/6আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে 'জেড' ক্যাটাগরির নিরাপত্তার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সিআরপিএফ কমান্ডোদের সাহায্যে ভিআইপি নিরাপত্তা প্রদান করা হবে ধনকুবের শিল্পপতিকে। বুধবার সরকারি সূত্রে মিলেছে এমনটাই খবর।ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, গৌতম আদানি গত আর্থিক বছরে ২১.১ বিলিয়ন ডলার উপার্জন করেছেন। ফাইল ছবি: রয়টার্স (HT_PRINT)
2/6জানা গিয়েছে, 'পেমেন্টের ভিত্তিতে'ই তাঁকে সুরক্ষা প্রদান করা হবে। প্রতি মাসে প্রায় ১৫-২০ লক্ষ টাকা খরচ হবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি; হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
3/6কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির কাছে সম্প্রতি একটি খবর আসে। তাতে আদানির বিরুদ্ধে হুমকির কথা জানতে পারা যায়। তার ভিত্তিতেই গৌতম আদানিকে কড়া নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইল ছবি: পিটিআই (HT_PRINT)
4/6ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের চতূর্থ ধনীতম ব্যক্তি গৌতম আদানি। ভারতের ধনীতম ব্যক্তি তিনি। একেবারে সাধারণ স্তর থেকে তিনি উঠে এসেছেন। আদানি গোষ্ঠীর সংস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের রুজিরুটি জড়িয়ে। ফলে তাঁর নিরাপত্তা নিয়ে ঢিলেমি করতে চায় না কেন্দ্র। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (HT_PRINT)
5/6কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ভিআইপি নিরাপত্তা শাখাকে এই দায়িত্ব গ্রহণ করতে বলেছে। ইতিমধ্যেই তাঁরা গৌতম আদানির কাছে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। ছবি: রয়টার্স (HT_PRINT)
6/6এর আগে, ২০১৩ সালে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে কেন্দ্রীয় সরকার CRPF কমান্ডোদের 'Z+' ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। আম্বানি পরিবারের নিরাপত্তার খাতে মাসে প্রায় ১৫-২০ লক্ষ টাকা খরচ হয়। বিল মেটায় আম্বানি পরিবারই। তাছাড়াও মুকেশ আম্বানি মুম্বই পুলিশের স্কোয়াডকে দ্রুতগতির বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল প্রদান করেন। ছবি: পিটিআই (HT_PRINT)