মৃদু উপসর্গ বা উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্তদের ক্ষেত্রে হোম আইসোলেশনের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেখে নিন বিস্তারিত -
1/5মৃদু উপসর্গ বা উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্তদের ক্ষেত্রে বাড়িতে আইসোলেশনের নিয়ম সংশোধন করল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বচ্চন কুমার/হিন্দুস্তান টাইমস)
2/5এবার থেকে বাড়িতে আইসোলেশনের মেয়াদ কমিয়ে সাতদিন করা হল। সাতদিন পর আইসোলেশন থেকে মুক্তি মিলতে পারে বলে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে শর্ত পূরণ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে আশিস রাজে/হিন্দুস্তান টাইমস)
3/5কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে কোনও মৃদু উপসর্গ বা উপসর্গহীন ব্যক্তিকে কমপক্ষে সাতদিন আইসোলেশন থাকতে হবে। টানা তিনদিন জ্বর না থাকলে সাতদিন পর আইসোলেশন থেকে মুক্ত হতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5বাড়িতে আইসোলেশন শেষ হয়ে গেলে করোনা পরীক্ষার প্রয়োজন আছে? কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বাড়িতে আইসোলেশন থেকে মুক্তি পেলে আবারও করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদের কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই। বাড়িতেই নিভৃতবাসে স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)