লোকসানে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থাকে চাঙ্গা করাই প্রধান লক্ষ্য।
1/5আগামী অর্থবর্ষে বিএসএনএলে ৪৪,৭২০ কোটি টাকা দেবে কেন্দ্র। লোকসানে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থাকে চাঙ্গা করাই প্রধান লক্ষ্য। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Reuters & HT Bangla)
2/5বাজেট নথির ব্যাখ্যামূলক নোটে বলা হয়েছে, 'বিএসএনএল-এ 4G স্পেকট্রাম, প্রযুক্তি আপ-গ্রেডেশন এবং পুনর্গঠনের জন্য মূলধনে এটি খরচ হবে।' ছবি : রয়টার্স (Reuters & HT Bangla)
3/5ক্যাপিটাল ইনফিউশন ছাড়াও, কেন্দ্র একটি স্বেচ্ছাবসর স্কিমের জন্য BSNL-কে ৭,৪৪৩.৫৭ কোটি টাকা দেবে। GST প্রদানের জন্য গ্র্যান্ট-ইন-এইড হিসাবে ৩,৫৫০ কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে। ছবি : রয়টার্স এবং হিন্দুস্তান টাইমস (Reuters & HT Bangla)
4/5স্বেচ্ছাবসর স্কিমের (VRS) আর্থিক সহায়তার মধ্যে BSNL এবং MTNL, উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। নথি অনুসারে, 4G স্পেকট্রামে GST প্রদানের জন্য BSNL-কে পণ্য ও পরিষেবা কর (GST)-এর জন্য সহায়তা প্রদান করা হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Reuters & HT Bangla)
5/5কেন্দ্র সরকার ২০২২ সালেই একটি স্পেকট্রাম নিলাম করবে। তার ফলে ২০২২-২৩ অর্থবর্ষেই বেসরকারি টেলিকম অপারেটরদের 5G পরিষেবার রোল-আউট সহজ হবে। ফাইল ছবি : রয়টার্স (Reuters & HT Bangla)