CFL 2024: দীপেশের বিস্ময় গোলকে ছাপিয়ে জবির জোড়া স্কোর, ইউনাইটেডকে হারিয়ে কলকাতা লিগ অভিযান শুরু ডায়মন্ড হারবারের
Updated: 27 Jun 2024, 08:47 PM IST২৮ মিনিটে জবি গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। ইউনাইটেড স্পোর্টস সমতা ফেরায় দীপেশ মুর্মুর দুরন্ত গোলে। গোলটি দুরন্ত ছিল। দূর পাল্লার কোনাকুনি শটে বিস্ময় গোল। গতবারের মরশুমে রেকর্ড সময়ে হ্যাটট্রিক গোল করে নজর কেড়েছিলেন। এবারের সিজনের শুরুতেও তাঁর বিস্ময় গোল। এতে অবশ্য শেষ রক্ষা হয়নি।
পরবর্তী ফটো গ্যালারি