বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Lander Vikram Latest News: প্রজ্ঞান তো ঘুরে বেড়াচ্ছে চাঁদে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের কী হাল এখন?

Chandrayaan 3 Lander Vikram Latest News: প্রজ্ঞান তো ঘুরে বেড়াচ্ছে চাঁদে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমের কী হাল এখন?

চাঁদে ঘুরে বেড়িয়ে নানান খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। ব্যস্ততায় কাটছে এক এক মুহূর্ত। তবে তার বাহন বিক্রম কী করছে? গত ২৩ অগস্ট চাঁদে অবতরণ করেছিল বিক্রম। এরপর হয়ে গিয়েছে এক সপ্তাহ। আর এই প্রথম চাঁদের মাটিতে বিক্রমের ছবি প্রকাশ্যে এল। সৌজন্যে প্রজ্ঞান। সেই ছবি সম্প্রতি পোস্ট করেছে ইসরো।