বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Rover and Lander: এক জায়গায় দাঁড়িয়েই কাজ করে চলেছে বিক্রম, আর ল্যান্ডারের দিকে তাকিয়ে 'কৃতজ্ঞ' প্রজ্ঞান

Chandrayaan 3 Rover and Lander: এক জায়গায় দাঁড়িয়েই কাজ করে চলেছে বিক্রম, আর ল্যান্ডারের দিকে তাকিয়ে 'কৃতজ্ঞ' প্রজ্ঞান

গত ২৩ অগস্ট চাঁদের মাটি স্পর্শ করে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। তারপর থেকে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে সেটি। ভবিষ্যতেও সেখানেই দাঁড়িয়ে থাকবে সে। তবে যতদিন না সে 'ঘুমোচ্ছে' ততদিন কাজ চালিয়ে যাবে বিক্রম। চন্দ্রযান ৩ ল্যান্ডারের সর্বশেষ আপডেট দিয়ে ইসরো জানিয়েছে, সেটি বহাল তবিয়তে আছে।