বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Rover Pragyan Exploring Moon: সময়ের বিরুদ্ধে দৌড় প্রজ্ঞানের, চাঁদে এখনও কী দেখল চন্দ্রযান ৩-এর রোভার?

Chandrayaan 3 Rover Pragyan Exploring Moon: সময়ের বিরুদ্ধে দৌড় প্রজ্ঞানের, চাঁদে এখনও কী দেখল চন্দ্রযান ৩-এর রোভার?

হাতে আর কয়েকটা মাত্র দিন পড়ে। তারপরই ঘুমিয়ে পড়বে চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। কারণ চাঁদের দক্ষিণ মেরুতে তখন রাত নামবে। আর সৌরশক্তি চালিত প্রজ্ঞান তখন ঝিমিয়ে পড়বে। তার আগে এখনও পর্যন্ত কী কী দেখল প্রজ্ঞান। কী তার অভিজ্ঞাতা?