বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Rover Pragyan Latest Update: ইন্দো-পাক ম্যাচের দিনে চাঁদের কঠিন পিচে সেঞ্চুরি চন্দ্রযান রোভার প্রজ্ঞানের

Chandrayaan 3 Rover Pragyan Latest Update: ইন্দো-পাক ম্যাচের দিনে চাঁদের কঠিন পিচে সেঞ্চুরি চন্দ্রযান রোভার প্রজ্ঞানের

চাঁদের মাটিতে ঘুরছে আর কাজ করছে প্রজ্ঞান। হাতে আর মাত্র কয়েকটা দিন পড়ে। তারপরই চাঁদের দক্ষিণ মেরুতে নামবে অন্ধকার। ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান। তবে এখনও সে ক্রিজে অপরাজিত হয়ে ছুটছে। সম্প্রতি সেঞ্চুরিও করেছে সে। সেই আপডেটই আজ একটু আগে দিল ইসরো।