বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Sulphur Find insight: সালফারেই লুকিয়ে যাবতীয় রহস্য, চাঁদের দক্ষিণ মেরুর এক একটা পাতা ওলটাচ্ছে প্রজ্ঞান

Chandrayaan 3 Sulphur Find insight: সালফারেই লুকিয়ে যাবতীয় রহস্য, চাঁদের দক্ষিণ মেরুর এক একটা পাতা ওলটাচ্ছে প্রজ্ঞান

সালফারেই লুকিয়ে থাকতে পারে চাঁদে জল থাকার সম্ভাবনার রহস্য। চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেন থাকার সম্ভাবনার কথা এর আগে ২০০৮ সালে চন্দ্রযান ১ জানিয়েছিল। চন্দ্রযান ৩ তা এবার নিশ্চিত করেছে। তবে সালফারের খোঁজ পাওয়ার আশা করছিল না ইসরো। কেন এই খোঁজ উল্লেখযোগ্য?