বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3 Update by ISRO: 'রান্না টেস্ট করার মতো', চাঁদে সালফার-অক্সিজেন পাওয়ার গুরুত্ব বোঝালেন ইসরোর বিজ্ঞানী

Chandrayaan 3 Update by ISRO: 'রান্না টেস্ট করার মতো', চাঁদে সালফার-অক্সিজেন পাওয়ার গুরুত্ব বোঝালেন ইসরোর বিজ্ঞানী

গত প্রায় এক সপ্তাহ ধরে চাঁদের মাটিতে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান। আর এরই মধ্যে সামনে এসেছে বেশ কিছু তথ্য। চাঁদের মাটিতে সালফার, অক্সিজেন, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, লোহা, সিলিকন শনাক্ত করেছে প্রজ্ঞান। তবে এই খোঁজের গুরুত্ব কতটা?