বাংলা নিউজ > ছবিঘর > Chandrayaan 3:‘ঠান্ডায় ট্রান্সমিটার, রিসিভার যদি ঠিক থাকে…’ চন্দ্রযান ৩-র ল্যান্ডার, রোভার জাগবে তাহলে! বার্তা কে সিবনের

Chandrayaan 3:‘ঠান্ডায় ট্রান্সমিটার, রিসিভার যদি ঠিক থাকে…’ চন্দ্রযান ৩-র ল্যান্ডার, রোভার জাগবে তাহলে! বার্তা কে সিবনের

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিবন বলেছেন, ‘সব সিস্টেম কাজ করছে। সব ঠিক থাকবে। সবটাই নির্ভর করছে সিস্টেমের উপর।’ এরইসঙ্গে তিনি বলছেন, ‘অনেক মেকানিক্যাল সিস্টেম রয়েছে, সোলার প্যানেল রয়েছে, ব্যাটারি রয়েছে। এই সমস্তগুলির কোনও সমস্যা নেই। ’

1/5 চন্দ্রযান ৩ এর চাঁদে কর্মকাণ্ডের প্রথম ধাপে অভূতপূর্ব সাফল্য এসেছে। এবার চাঁদের দক্ষিণ প্রান্তে কর্মকাণ্ডের দ্বিতীয় পর্যায়ে গিয়ে ইসরোর চন্দ্রযান-৩ কতটা সফল হয় সেদিকে তাকিয়ে গোটা দেশ। আপাতত চন্দ্রযান-৩ এর বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারকে জাগিয়ে তোলার চেষ্টায় ইসরো। যে প্রক্রিয়া ২২ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও হয়নি। তবে আদৌ কি ঘুমে আচ্ছন্ন প্রজ্ঞান আর বিক্রমকে জাাগানো যাবে? আশার আলো দেখছেন ইসরোর প্রাক্তন প্রধান কে সিবন। 
2/5 

আপাতত, চাঁদের মাটিতে বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার ‘ঘুম’এ নিষ্ক্রিয় হয়ে রয়েছে। সেখানে ‘লুনার নাইট’ আসার ফলে তাপমাত্রা -২০০ ডিগ্রি সেলসিয়াসেও যেতে পারে। এই পরিস্থিতিতে ইসরো ক্রমাগত চেষ্টা করছে যাতে চন্দ্রযান ৩ কে জাগিয়ে তোলা যায়। তবে সেখান থেকে কোনও সিগন্যাল মিলছে না। এই অবস্থায় কে সিবন বলছেন, কয়েকটি জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে চন্দ্রযান-৩ ফের পুরোন ফর্ম পিরে পাবে!    (ANI Photo) (ISRO Twitter)

3/5 ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিব বলেছেন, ‘সব সিস্টেম কাজ করছে। সব ঠিক থাকবে। সবটাই নির্ভর করছে সিস্টেমের উপর।’ এরইসঙ্গে তিনি বলছেন, ‘অনেক মেকানিক্যাল সিস্টেম রয়েছে, সোলার প্যানেল রয়েছে, ব্যাটারি রয়েছে। এই সমস্তগুলির কোনও সমস্যা নেই। ’
4/5 প্রাক্তন ইসরো প্রধান কে সিবন এরইসঙ্গে বলছেন,'যদিও ট্রান্স মিটার ও রিসিভারের মতো ইলেকট্রিক কম্পোনেটসগুলি খুব ঠান্ডায় কাজ করছে কি না, সেটা দেখার। তারা যদি ঠান্ডায় ঠিক থাকে, তাহলে অবশ্যই জাগানো যাবে। '  (PTI)
5/5 প্রাক্তন ইসরো প্রধান বলছেন, ‘এখানেই শেষ নয়। আরও বিজ্ঞান আসবে। চন্দ্রযান ১ এর তথ্য বহু আবিষ্কারক দিক তুলে ধরেছে। আমি আশা করব যে নকুন বহু জিনিস আসতে চলেছে। বিজ্ঞানীরা চেষ্টা করে যাবেন। নতুন জিনিস আসতে থাকবে।’ (ANI Photo)

আরও ছবি