Chandrayaan 3 update: চাঁদে ৫ রাত কাটিয়ে এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়ল রোভার প্রজ্ঞান! করল মোকাবিলাও
Updated: 28 Aug 2023, 07:10 PM ISTএই গর্ত পার করা বেশ বড় চ্যালেঞ্জ ছিল রোভার প্রজ্ঞানের কাছে। ২৮ কেজি ওজনের ৬ চাকার এই প্রজ্ঞানের সামনে ১০০ মিলিমিটারের একটি গর্ত এসে পড়ে।
চন্দ্রযান-৩ এর প্রজোক্ট ডিরেক্টর পি বীরমুখুবেল এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইতিমধ্যেই চাঁদের নানা অজানা দিকের খবর আসতে শুরু করেছে ইসরোর হাতে। তিনি বলছেন, ‘রোভার প্রজ্ঞানের সামনে এমন বহু চ্যালেঞ্জ আসবে। গ্রাউন্ড টিমের সহায়তায় আমরা সেই চ্যালেঞ্জ এভাবেই পেরিয়ে যাব বলে আশা।’