বাংলা নিউজ > ছবিঘর > Chandrayan 3 in-situ measurements: চাঁদের মাটিতে মিলেছে সালফার, টাইটেনিয়াম, অক্সিজেন! কীভাবে এসব খুঁজছে প্রজ্ঞান?

Chandrayan 3 in-situ measurements: চাঁদের মাটিতে মিলেছে সালফার, টাইটেনিয়াম, অক্সিজেন! কীভাবে এসব খুঁজছে প্রজ্ঞান?

চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞানে থাকা 'লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি' পেলোড সম্প্রতি সালফারের খোঁজ পেয়েছে চাঁদের মাটিতে। তাছাড়াও প্রত্যাশা মতো মিলেছে অক্সিজেন, টাইটানিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো পদার্থ। তবে কীভাবে চাঁদের মাটিতে এই পদার্থগুলিকে চিহ্নিত করছে প্রজ্ঞান?