আজ থেকে বদলে যেতে চলেছে একগুচ্ছ নিয়ম। ব্যাঙ্কের চেক লেনদেন থেকে গৃহঋণে ইএমআই-এর হারে বদল আসছে আজকে থেকে। নয়া মাসের প্রথমদিন একনজরে দেখে নিন এই নয়া নিয়ম এবং পরিবর্তনগুলির বিস্তারিত:
1/4'রিটেল প্রাইম লেন্ডিং রেট' (আরপিএলআর) বাড়াল এইচডিএফসি। ২৫ বেসিস পয়েন্ট আরপিএলআর বাড়ানো হয়েছে। যা ১ অগস্ট থেকে কার্যকর হবে। তার ফলে গৃহঋণের ক্ষেত্রে ইএমআই বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। (REUTERS)
2/4অগস্ট থেকে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে 'পজিটিভ পে সিস্টেম' চালু হবে ব্যাঙ্ক অফ বরোদায়। নয়া নিয়মে ৫ লক্ষ বা তার বেশি পরিমাণের চেকের অর্থ প্রদানের জন্য ‘পজিটিভ পে’ ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যবস্থা ছাড়া চেকটি পরিশোধ করা হবে না। (REUTERS)
3/4‘পজিটিভ পে’ ব্যবস্থার অধীনে চেক প্রদানকারীকে চেকের সাথে সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে এই তথ্য দেওয়া যাবে। এতে চেক প্রদানকারীকে চেকের তারিখ, প্রাপকের নাম, অর্থপ্রদানের পরিমাণ, চেক নম্বরের মতো সমস্ত তথ্য দিতে হবে। (REUTERS)
4/4আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে ১ অগস্ট থেকে জরিমানা দিতে হবে। আজকে থেকে আয়কর রিটার্ন ফাইল করার জন্য ‘লেট ফি’ দিতে হবে। যদি আয়কর দাতার করযোগ্য আয় ৫ লাখ টাকা বা তার কম হয়, তাহলে তাঁকে লেট ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে। করদাতার করযোগ্য আয় ৫ লাখ টাকার বেশি হলে তাঁকে ৫০০০ টাকা লেট ফি দিতে হবে। (REUTERS)