দু-একবার নয়, লর্ডসে ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ক্রিজে আসার পর থেকে ক্রমাগত নন-স্ট্রাইকার প্রান্তে বাড়তি সুবিধা নিচ্ছিলেন চার্লি ডিন। ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন বারবার। একা দীপ্তির বলেই নয়, ঝুলন গোস্বামী, রাজেশ্বরী গায়কোয়াড়, রেনুকা সিং, সবার বেলাতেই একই কাজ করেন ডিন।
1/10ইংল্যান্ড ইনিংসের ১৬.৬ ওভারে ফ্রেয়া কেম্প আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন চার্লি ডিন। ১৭.১ ওভারে তিনি নন-স্ট্রাইকার প্রান্তে থেকে ব্যাটিং শুরু করেন। ১৭.২ ওভারে চার্লি প্রথম বল ফেস করেন এবং এক রান নেন। ১৭.৩ ওভারে চার্লি নন-স্ট্রাইকে নিজের দ্বিতীয় বল কাটান। সেই থেকেই বোলার বল ছাড়ার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন ডিন। বোলার ছিলেন রাজেশ্বরী গায়কোয়াড়। ছবি- টুইটার (@PeterDellaPenna)
2/10২১তম ওভারে রাজেশ্বরী বল করার সময় ফের নন-স্ট্রাইকার প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান চার্লি। বল ছাড়ার মুহূর্তে বোলারের দিকে তাঁর চোখ ছিল না। ছবি- টুইটার (@PeterDellaPenna)
3/10২৯তম ওভারে দীপ্তি শর্মা বল করার সময়েও নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিন ক্রিজের বাইরে ছিলেন। তাঁর ব্যাট ছিল হাওয়ায়। ছবি- টুইটার (@PeterDellaPenna)
4/10২৯তম ওভারে দীপ্তির চতুর্থ বলের সময় চার্লি ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে যান। বোলার কখন বল ছাড়ছেন, ভ্রুক্ষেপই ছিল না তাঁর। ছবি- টুইটার (@PeterDellaPenna)
5/10২৯তম ওভারে দীপ্তি শেষ বল করার সময়েও চার্লি ক্রিজের বাইরে ছিলেন। তবে প্রায় এক ঘণ্টা ক্রিজে কাটানোর পরে সেই প্রথমবার নন-স্ট্রাইকার প্রান্তে থেকে তাঁর নজর ছিল বোলারের দিকে। ছবি- টুইটার (@PeterDellaPenna)
6/10৩০তম ওভারে রেনুকা যে বলে অ্যামি জোনসকে আউট করেন, চার্লি ডিন ক্রিজ ছেড়ে অন্তত কয়েক ফুট দূরে বেরিয়ে যান। বিষয়টি লক্ষ্য করেন দীপ্তি শর্মা। ছবি- টুইটার (@PeterDellaPenna)
7/10কেট ক্রস ক্রিজে আসার পরে রেনুকার ওভারে ধারাবাহিকভাবে ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে যান চার্লি ডিন। ছবি- টুইটার (@PeterDellaPenna)
8/10৩২তম ওভারে ঝুলন গোস্বামী কেট ক্রসকে বল করার সময়েও নন-স্ট্রাইকার প্রান্তে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন চার্লি ডিন। ছবি- টুইটার (@PeterDellaPenna)
9/10৩৭তম ওভারে দীপ্তি শর্মাকে যখন ১১ নম্বর ব্যাটার ফ্রেয়া ডেভিস বাউন্ডারি হাঁকান, তখন ক্রিজ ছেড়ে কয়েক ফুট দূরে বেরিয়ে যান চার্লি। ১১ নম্বর ব্যাটারের হাতে বাউন্ডারি হজম করার থেকে ম্যাচ জিততে নন-স্ট্রাইকার ব্যাটারকে রান-আউট করা যুক্তিযুক্তি নয় কি? এই নিয়ে সহমত পোষণ করবেন অনেকেই। ছবি- টুইটার (@PeterDellaPenna)
10/10মানকাডিংয়ের আগের বলেও চার্লি ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এটা ছিল ম্যাচে তাঁর ৭২তম ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনা। ৭৩ বারের মাথায় দীপ্তি তাঁকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট করেন। ছবি- টুইটার (@PeterDellaPenna)