Weekly Horoscope 13th June to 19th June, 2022: নয়া সপ্তাহ জীবনে নিয়ে আসবে নয়া সম্ভাবনা। মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির নয়া সপ্তাহ কেমন কাটবে? তা দেখে নিন।
1/4মেষ রাশি- মেষ রাশির জাতকদের কাজের প্রতি উৎসাহ বাড়বে। কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকত হবে। বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারেন। মন অশান্ত থাকবে। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। মায়ের সহযোগিতা লাভ করবেন। মায়ের থেকে অর্থ লাভ হতে পারে। চাকরিতে বদলি হতে পারে। গবেষণা সংক্রান্ত কাজে অর্থ লাভ হবে।
2/4বৃষ রাশি- ধৈর্য কমে যাবে। আত্মসংযমী থাকতে হবে। শিক্ষা সংক্রান্ত কাজে বাধা আসতে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় ব্য়বসার বহর বাড়বে। পারিবারিক জীবন সুখকর হবে।
3/4মিথুন রাশি- নয়া সপ্তাহে দারুণ অভিজ্ঞতা লাভ করবেন। শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়ে ভাবনাচিন্তা করতে হবে। গুজব এড়িয়ে যেতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে কথা বলার সময় উদার থাকতে হবে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন বা পদোন্নতি হতে পারে। সাফল্যের জন্য ধৈর্য, ইচ্ছাশক্তির প্রয়োজন আছে।
4/4কর্কট রাশি- কর্মক্ষেত্রে আচমকা সাফল্য লাভ করতে পারেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন। নিজের প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা শেয়ার করতে দিন। সেটাই হবে প্রকৃত ভালোবাসা। ব্য়বসার সতর্ক থাকতে হবে। কারণ ব্যবসার পার্টনারের সঙ্গে ইগোর সমস্যার কারণে লোকসান হতে পারে। নয়া সপ্তাহ অত্যন্ত ব্যস্ত মনে হলেও বিশ্রামের যথেষ্ট সময় পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)