এলপিজির ব্যবহার দিনে দিনে বেড়েছে দেশে। শহুরে গৃহস্থে তো এখন এলপিজি সিলিন্ডার অপরিহার্য হয়ে উঠেছে। তবে এই ব্যস্ত জীবনে এলপিজি সিলিন্ডার কখন যে শেষ হয়ে যায়, অনেক সময়ই তা টের পাওয়া যায় না। রান্না করতে করতে আচমকাই ফুরিয়ে যায় গ্যাস। তখন পড়তে হয় বিপাকে। তবে আগে থেকে কীভাবে বোঝা যায় যে সিলিন্ডারে কতটুকু এলপিজি রয়েছে?
1/5অনেক সময়ই সিলিন্ডারে অবশিষ্ট গ্যাসের পিমাণ বুঝতে সিলিন্ডারটা একটু নেড়ে দেখে নেন অনেকেই। সেভাবে অনেকেই বোঝার চেষ্টা করেন যে সিলিন্ডারে গ্যাস আছে কি না। এভাবে সিলিন্ডার নাড়িয়ে অনেকেই সেটার ওজন বুঝে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আপনি কি জানেন এইভাবে আপনার কতটা ক্ষতি হচ্ছে? (MINT_PRINT)
2/5আপনার এলপিজি সিলিন্ডারে কত গ্যাস অবশিষ্ট আছে? এই প্রশ্নের জবাব জানতে আপনি একটি ভেজা কাপড়ের সাহায্য নিতে পারেন। খুব সহজেই এই পরীক্ষা করতে পারেন কোনও ঝুঁকি ছাড়া। একটি ভেজা কাপড় নিন এবং এটি একটি সিলিন্ডারটি তা দিয়ে মুড়ে ফেলুন। কয়েক মিনিট পর সিলিন্ডারের ওপর থেকে ভেজা কাপড়টি সরিয়ে ফেলতে হবে। সেই সময়ে সেই কাপড় দেখেই আপনি বুঝতে পারবেন সিলিন্ডারে কতটুকু গ্যাস রয়েছে। (MINT_PRINT)
3/5দেখবেন, সিলিন্ডারের একটি বড় অংশ ভেজা কাপড়ের জল শুষে নেবে। কাপড়ের যে অংশটি শুকিয়ে গিয়েছে, বুঝবেন সেই অংশের নিচে থাকা সিলিন্ডারে গ্যাস নেই। আসলে, সিলিন্ডারের যে অংশটি খালি থাকে, ভেতর থেকে তা গরম হয়ে যায়। এ অবস্থায় সিলিন্ডারের ওই অংশের ওপরে থাকা ভেজা কাপড়ের জল দ্রুত শুকিয়ে যায়। যে অংশে এলপিজি গ্যাস আছে তা কিছুক্ষণ পর গিয়ে শুকোবে। এই সহজ উপায়ে আপনি জানতে পারবেন, আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস অবশিষ্ট আছে। (MINT_PRINT)
4/5এদিকে নতুন ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের ওজন হওয়া উচিত ১৪.২ কেজি। সেই ক্ষেত্রে নতুন সিলিন্ডারে আপনি ঠকছেন কিনা তা কীভাবে জানবেন? নিয়ম অনুযায়ী, প্রতিটি সিলিন্ডার ডেলিভারি ম্যানের কাছে ওজন মাপার মেশিন থাকা বাধ্যতামূলক। সন্দেহ হলেই গ্যাস সিলিন্ডারের ওজন করিয়ে নেওয়া উচিত সেই মেশিনে। তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে, গ্যাস বিলি করতে আসা কর্মীর কাছে ওজন করার যন্ত্র নেই। তবে নিয়ম না মানার অভিযোগ উঠলে ডিলারের লাইসেন্সও বাতিল করা হতে পারে। (MINT_PRINT)
5/5সরকারি নিয়ম বলছে, গ্রাহকরা চাইলে সিলিন্ডার ওজন করেই সরবরাহ করতে হবে। সেই ক্ষেত্রে সন্দেহ হোক কি না হোক, গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় তার ওজন যাচাই করে নেওয়াই ভালো। কারণ অতীতে বিভিন্ন জায়গায় বহু বার সিলিন্ডারে কম গ্যাস থাকার অভিযোগ উঠেছে। (MINT_PRINT)