জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত পড়ুয়াদের পা...
more
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ঐশী ঘোষদের পাশে দাঁড়ানোয় দীপিকার প্রশংসা করেন অনেকেই। আবার অনেকে তাঁর বিরুদ্ধে মুখ খোলেন। কী বলছেন নেটিজেনরা, তা দেখে নিন একনজরে -
1/13পড়ুয়াদের সমর্থন জানাতে জেএনইউতে যাওয়ার জন্য দীপিকার সাহসকে কুর্নিশ এক নেটিজেনের। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
2/13এক নেটিজেন বলেন, তিনি দীপিকার জন্য গর্বিত। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
3/13দীপিকাকে প্রকৃত ভারতীয় বলেছেন এক নেটিজেন। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
4/13সিএএ নৈশভোজে না গিয়ে জেএনইউয়ের পাশে দাঁড়ানোর জন্য দীপিকার প্রশংসা। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
5/13ঐশীদের পাশে দাঁড়ানোর পর থেকে সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই ছবি ভাইরাল হয়ে যায়। (ছবি সৌজন্য ফেসবুক Krishnendu Mondal)
6/13এক নেটিজেন বলেন, ছপাক মুক্তির কয়েকদিন আগে জেএনইউতে যাওয়া জনসংযোগের জন্য খুব একটা ভালো নয়। তবে মানবিকতা সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
7/13অনেকে আবার ছপাক বয়কটের দাবি তোলেন। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
8/13এক নেটিজেন আবার বলেন, জেএনইউয়ের পাশে দাঁড়ানোয় তিনি অবশ্যই ছপাক দেখবেন।(ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
9/13যদিও এক নেটিজেন অভিযোগ করেন, ছপাকের প্রচারের জন্যই জেএনইউতে গিয়েছিলেন দীপিকা।(ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
10/13এক নেটিজেনের বক্তব্য, এটা যদিও বা প্রচারের জন্য হয়ে থাকে, এরকম প্রচার তিনি যে কোনও দিন চাইবেন।(ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
11/13এক নেটিজেন অবশ্য প্রচারের তত্ত্বকে হাস্যকর বলেন। তাঁর মতে, দীপিকা খুব ভালোভাবেই জানতেন জেএনইউতে গেলে বয়কটের মুখে পড়তে হবে। তাও তিনি গিয়েছেন। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
12/13দীপিকা জেএনইউতে দীপিকা যাওয়ার পর টুইটারে #ISupportDeepikaPadukone ট্রেন্ড করে। (ছবি সৌজন্য এএনআই)
13/13নিজের মেরুদণ্ড দেখালে দীপিকা, বললেন এক নেটিজেন। (ছবি সৌজন্য স্ক্রিনগ্র্যাব)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.