6/11একে অপরের হাত এভাবেই শক্ত করে ধরে থাকবার শপথ নিলেন দুজনে।
7/11নিজের জীবনসাথী হিসাবে কোনও রুপোলি জগতে মানুষ নয় বরং কাজল বেছেছেন গৌতমকে। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসারে ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত গৌতম। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
9/11কনের সাজে নিজের ইনস্টাগ্রামে কাজল পোস্ট করেছেন এই ছবি। কনের চোখে এক অদ্ভূত দীপ্তি। গোলাপে মোড়া চুল। মাথা ভর্তি মাংগটিকায়। হাতে শোভা পাচ্ছে গৌতমের নামের মেহেন্দি,লাল চুড়া। মাথায় ছোট্ট বিন্দি।(ছবি- ইনস্টাগ্রাম)
10/11বিয়ের সাজে ধরা দিলেও কনের লেহেঙ্গায় পাওয়া গেল না নায়িকাকে। বরং সাদা রঙের ড্রেসিং রোব পরেই ছবি তুললেন কাজল। পিছনে টাঙানো রয়েছে লেহেঙ্গা, সেটির ঝলকও উঠে এল।(ছবি- ইনস্টাগ্রাম)
11/11৬ অক্টোবর বিয়ের খবরে সিলমোহর দেন কাজল। সোশ্যাল মিডিয়ায় নায়িকা জানান তিনি গর্বিত ও কৃতজ্ঞ তাঁর অনুরাগীদের কাছে তাঁর পথচলার সঙ্গী হওয়ার জন্য। আগামিদিনেও অভিনয়ের কাজ সমানভাবে চালিয়ে যাবেন তিনি, জানান দক্ষিণী ছবির এই জনপ্রিয় নায়িকা। (ছবি-এএনআই)