FA Cup-র চতুর্থ রাউন্ড থেকে বিদায় চেলসির! বড় ধাক্কা এড়াল সিটি! জিতল নিউক্যাসেল
Updated: 09 Feb 2025, 12:15 PM ISTএফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেল চেলসি। ব্রাইটনের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল ব্লুজরা। অন্যদিকে বড়় ধাক্কা এড়িয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। কেভিন দি ব্রুইন এযাত্রায় বাঁচিয়ে দিলেন সিটিকে। নাহলে তৃতীয় সারির দলের বিরুদ্ধেও লজ্জা অপেক্ষা করছিল সিটির। জিতল নিউক্যাসেল ইউনাইটেড।
পরবর্তী ফটো গ্যালারি