চেন্নাইয়ের আইটি সংস্থা Ideas2IT তাদের ১০০ জন কর্মী...
more
চেন্নাইয়ের আইটি সংস্থা Ideas2IT তাদের ১০০ জন কর্মীকে Maruti Suzuki-র Baleno, Ignis, XL6, Swift ইত্যাদি গাড়ি উপহার দিয়েছে।
1/5সংস্থার ১০০ জন কর্মীকে নতুন গাড়ি উপহার দিল চেন্নাইয়ের এক আইটি সংস্থা। সংস্থার সাফল্য ও বৃদ্ধিতে অবদানের জন্য ওই কর্মীদের গাড়ি উপহার দেওয়া হয়। (ANI)
2/5It ফার্মটির নাম Ideas2IT । সংস্থাটি তাদের ১০০ জন কর্মীকে Maruti Suzuki-র Baleno, Ignis, XL6, Swift ইত্যাদি গাড়ি উপহার দিয়েছে। ফাইল ছবি: এএনআই (ANI)
3/5'আমাদের ১০০জন কর্মীদের প্রত্যেককে একটি করে গাড়ি উপহার দিচ্ছি আমরা। ওঁরা ১০ বছরেরও বেশি সময় ধরে আমাদের অংশ। আমাদের মোট ৫০০ জন কর্মী রয়েছেন। আমাদের ধারণা, আমরা যে সম্পদ পেয়েছি, তার কর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত্,' বললেন হরি সুব্রামানিয়ান, মার্কেটিং হেড, Ideas2IT। ফাইল ছবি: এএনআই (ANI)
4/5Ideas2IT-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরালি বিবেকানন্দন বলেন, কর্মীরা কোম্পানির উন্নতির জন্য অনেক প্রচেষ্টা করেছেন। কোম্পানি তাদের এমনি এমনিই গাড়ি দিচ্ছে না, তাঁরা তাঁদের কঠোর পরিশ্রম দিয়ে এটি অর্জন করেছেন। ফাইল ছবি: এএনআই (ANI)
5/5'সাত-আট বছর আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যখন আমরা আমাদের টার্গেট অর্জন করব, তখন আমরা আমাদের মুনাফা ভাগ করে নেব। এই গাড়িগুলি দিয়ে পুরস্কৃত করা হল সেই প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ। অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি,' যোগ করেন বিবেকানন্দন। ফাইল ছবি: এএনআই (ANI)