‘বুমরাহর মধ্যে অধিনায়ক হওয়ার সব মশলাই রয়েছে…’ স্টপ গ্যাপ অধিনায়কের প্রশংসায় পূজারার
Updated: 02 Dec 2024, 08:50 PM ISTভারতীয় দলের অধিনায়ক হিসেবে পার্থ টেস্টে দায়িত্ব নিয়েই দলকে জিতিয়েছেন জসপ্রীত বুমরাহ। একার কাঁধেই দায়িত্ব নিয়ে নিয়েছিলেন অজিদের ব্যাটিং লাইন আপে ত্রাস সৃষ্টি করার। দল যখন ১৫০এ অলআউট হয়ে গেল, তখন ঘাবড়ে না গিয়ে পাল্টা প্রত্যাঘাত করেছিলেন স্টপ গ্যাপ অধিনায়ক বুমরাহই। এবার তাঁর প্রশংসা করলেন পূজারা।
পরবর্তী ফটো গ্যালারি